মোহালির বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে বহুতলটির ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ।

Must read

পঞ্জাবের (Punjab) মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আজ, রবিবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশের তরফে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। তবে আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে ১০-১৫ জন আটকে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয় তাঁদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

আরও পড়ুন-দিমির গোলে দাপুটে জয়

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মোহালির সোহানা এলাকায় চারতলা একটি বাড়ি হঠাৎ করে ভেঙে পড়ে। রাতেই গুরুতর জখম অবস্থায় ধ্বংসস্তূপের নীচ থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। মৃতা দৃষ্টি বর্মা হিমাচল প্রদেশের বাসিন্দা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা গতকাল সারা রাত ধরে উদ্ধারকাজ চালিয়ে গিয়েছে। কংক্রিটের চাঙর সরাতে ভারী যন্ত্রও আনা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে রয়েছেন। ঘটনাস্থলে রয়েছে চিকিৎসক দল, অ্যাম্বুল্যান্স। পুলিশ বহুতলের মালিক পারবিন্দর সিংহ এবং গগনদীপ সিংহের বিরুদ্ধে মামলা রুজু করেছে। জানা গিয়েছে, বহুতলের পাশে একটি নির্মাণকাজ চলছিল। সেখানে খোঁড়াখুঁড়ির কাজও করা হচ্ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে বহুতলটির ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ।

Latest article