‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-লড়াই ব্যর্থ করে মৃত্যু হস্তিনীর
কারখানা
ও, মা, কারখানা হবে
আমরাও তো চাই
সাধের কারখানা।।
আমাদের কারখানার নাম
ভাতের কারখানা
নেইকো যার কোনও তুলনা॥
ভাতের কারখানাকে করো সমৃদ্ধ
গড়ো না উন্নত কারখানা
ভাতের নব্য প্রযুক্তি আনা।।
উন্নত থেকে উন্নততর চিন্তাধারা!
ভাত নয় তো কবরখানা!
কেন বোঝ না গরিবের বেদনা?
রোটি-কাপড়া-মাকান ভবিষ্যৎ
কেন কাড়বে ভাতের ফেন?
ভাত ও রুটি আমাদের নিশান।।
ভাতে-কাপড়ে বাঁচার জন্য চাই
আরও উন্নত চিন্তাভাবনা।
ভাত শোধ করে দেনা-পাওনা।।
শিক্ষা থেকে স্বাস্থ্য-সুস্থ জীবন
ভাতেই জন্ম, ভাতেই মরণ
ভাত ঘুমকে, ঘুমোতে দাও না।।
আমরাও চাই আদর্শ কারখানা
গরিবেরে জোটাবো ভাতের দানা
মোটর চিবিয়ে পেট ভরবে না।।
যাও না তোমরা গড়ো সাধের কারখানা
কৃষকদের সম্পদ কেড়ে নিও না
ওদের অহঙ্কার ভাত কারখানা।।
ওদের ভাতের গ্রাসকে কেড়ে নিও না
জমি থেকে উচ্ছেদ কোরো না
ভাতই অলঙ্কার, ভাতই ওদের সোনা।।
যদি না পারো দিতে ভাত রুটি
দিও না, তবুও কেড়ে নিও না
বন্দুকের নল শোভা পায় না।।
বাঁচবে ওরা জীবন জীবিকার তরে
ওদের টুঁটি টিপে ধোরো না
ভাতই ওদের জোগায় প্রেরণা।।
চলো গড়ি আরও ভাতের কারখানা
ওরা দেয় ওদের জমির খাজনা
জমিটুকুই ওদের কাছে সোনা।।
সম্পদ সৃষ্টিতে ওরা নিজেরা তৈরি
কারও ওপর নির্ভর করে না
নিজেদের শ্রম ওদের চেনা।।
ওদের মতো ওদের বাঁচতে দাও
ভাতের কারখানাকে তুচ্ছ করো না
ওটাই স্থায়ী, অন্যের নেই ঠিকানা।।