প্রতিবেদন : পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতে জয়রামবাটিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীশ্রীমা সারদা দেবী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁকে সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ তাঁকে প্রতিষ্ঠিত করেছিলেন জগজ্জননীর আসনে। রবিবার ১৭২তম জন্মতিথি শ্রীশ্রীমায়ের। সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দির থেকে শুরু করে বেলুড় মঠে উৎসবের মেজাজ।
আরও পড়ুন-দিনের কবিতা
কামারপুকুর থেকে বাগবাজারে মায়ের বাড়িতেও চলছে নানা উৎসব। রবিবার ভোরে শ্রীশ্রী সারদা মায়ের জন্মতিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় জয়রামবাটিতে। তারপর শোভাযাত্রা ও প্রভাতফেরি শুরু হয়। বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান ছিল। শুধু এ-রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থী মাতৃমন্দিরে এসে উপস্থিত হন। দিনভর বেলুড় মঠে সারদামায়ের জীবনী নিয়ে নানা অনুষ্ঠানের পাশাপাশি ভক্তিগীতি এবং স্তোত্রপাঠ চলে। মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়েছে। সকাল থেকেই স্তবগান, ভজন, পদাবলী কীর্তনে মুখরিত বেলুড় মঠ। হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও চলে বিশেষ পুজোপাঠ।