রাজ্য পুলিশের এসটিএফের হাতে, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্রীনগরের তানপুরা এলাকার বাসিন্দা জাভেদ মুন্সিকে ট্র্যাক করছিল জম্মু-কাশ্মীরের পুলিশ।

Must read

প্রতিবেদন : কাশ্মীর থেকে ক্যানিং— রাজ্য পুলিশের জালে উপত্যকার কুখ্যাত জঙ্গি! শনিবার রাতে কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ক্যানিংয়ের হসপিটাল মোড় এলাকা থেকে জাভেদ আহমেদ মুন্সি নামে কাশ্মীরের এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ওই ব্যক্তি কাশ্মীরের পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরেক-ই-মুজাহিদিনের সক্রিয় সদস্য। ২০১১ সালের একটি আইডি বিস্ফোরণের মূল চক্রী হিসেবে তার নাম ছিল জম্মু-কাশ্মীর পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায়। তার নামে শ্রীনগরের থানায় ইউএপিএ ধারা অর্থাৎ দেশদ্রোহিতার মামলাও রয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

রবিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করলে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাঠানো হয়েছে তাকে। বারবার রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দুষলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সাফ বক্তব্য, সীমান্তের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রককের। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, বাবাসাহেব আম্বেদকরকে তাচ্ছিল্য না সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করুন। আর নির্বাচন কমিশন ভোটার কার্ড দেওয়ার আগে আরও সতর্ক হোক।

আরও পড়ুন-সারদা মায়ের জন্মতিথিতে ভক্তদের ঢল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্রীনগরের তানপুরা এলাকার বাসিন্দা জাভেদ মুন্সিকে ট্র্যাক করছিল জম্মু-কাশ্মীরের পুলিশ। কিছুদিন আগেই গোপন সূত্রে জাভেদের বাংলায় আসার খবর পেয়েছিল কাশ্মীর পুলিশ। তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ভূস্বর্গ থেকে সরাসরি বাংলার ক্যানিংয়ে জাভেদের খোঁজ মেলে। তারপরই কাশ্মীর পুলিশের তরফে যোগাযোগ করা হয় রাজ্য পুলিশের সঙ্গে। এসটিএফ গঠন করে শুরু হয় যৌথ অভিযান।
খবর আসে, ক্যানিংয়ের হসপিটাল মোড় এলাকায় পেশায় শাল ব্যবসায়ী শ্যালকের বাড়িতে গত দুদিন ধরে গা-ঢাকা দিয়েছে ওই জঙ্গি। শনিবার রাতে সেই বাড়ি ঘিরে ধরে জাভেদকে পাকড়াও করা হয়। ধৃত জাভেদ মুন্সি আইইডি-বোমা বানাতে সিদ্ধহস্ত। আরও জানা গিয়েছে, ওই জঙ্গির সঙ্গে সরাসরি যোগ রয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ নেতৃত্বের। ক্যানিং হয়ে বাংলাদেশ যাওয়ারও পরিকল্পনা ছিল তার। সেখানে জঙ্গি সংগঠনকে অ্যাক্টিভ করে নতুন সদস্য রিক্রুটমেন্টের দায়িত্ব বর্তেছিল তার উপর।

Latest article