প্রতিবেদন : শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়। আইএসএলে দৌড়তে শুরু করেছে ইস্টবেঙ্গল। যিনি দায়িত্ব নিয়েই ম্যাজিকের মতো পরিস্থিতি পাল্টে দিয়েছেন, সেই অস্কার ব্রুজো অবশ্য যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন ফুটবলারদের। লাল-হলুদের স্প্যানিশ কোচের বক্তব্য, ‘‘সব কৃতিত্ব ফুটবলারদের। ওদের পরিশ্রম ও আত্মবিশ্বাসের জন্যই পরিস্থিতি বদলেছে। আমার সৌভাগ্য যে, মরশুমের মাঝপথে এসে ওদের সাহায্য করতে পারছি।’’
আরও পড়ুন-ব্রিজের ক্ষতি খতিয়ে দেখা হবে
অস্কারের পাখির চোখ এবার সুপার সিক্স। তিনি বলছেন, ‘‘ফুটবলারদের মধ্যে যে ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাস ফিরে এসেছে, তা ধরে রাখতে পারলে আরও উপরের দিকে উঠব। কাজটা কঠিন। কিন্তু অসম্ভব নয়।’’ আগামী শনিবার হায়দরাবাদ এফসি ম্যাচ দিয়ে চলতি বছরটা শেষ করবে লাল-হলুদ। এখন থেকেই সেই ম্যাচে ফোকাস করছেন অস্কার। তিনি বলছেন, ‘‘ওটা আমাদের অ্যাওয়ে ম্যাচ। তবে বিপক্ষের মাঠে নেমেও মানসিকতা বদলাব না। আমাদের লক্ষ্য আগ্রাসী ফুটবল খেলে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া।’’
আনোয়ার আলি ও ক্লেটন সিলভার প্রশংসা করে অস্কার আরও বলেছেন, ‘‘আনোয়ার দুর্দান্ত ফুটবলার। ওকে একাধিক পজিশনে খেলানো নিয়ে কোনও অভিযোগ করেনি। বরং যে পজিশনে খেলেছে, নিজের সেরাটাই দিয়েছে। ক্লেটনও ফর্মে ফিরেছে। ও আগে নাম্বার নাইনের কাজ করত। শেষ দুটো ম্যাচে ওকে একটু পিছন থেকে খেলিয়েছি। ক্লেটনও দারুণ খেলেছে। এই ক্লেটনকেই আমরা চেয়েছিলাম।’’ এদিকে চলতি মাসের শেষেই অস্ত্রোপচার করাতে দেশে ফিরছেন মাধি তালাল। তবে সাউল ক্রেসপো সম্ভবত এই মাসেই ফিরে আসছেন। তবে তিনি কবে ফিট হয়ে মাঠে নামবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।