সংবাদদাতা, আসানসোল : চার বছর বয়স থেকেই অভিনেতা দেবের ফ্যান আসানসোল বার্নপুরের রাইমা পাল। তখন থেকেই ইচ্ছে দেবের সঙ্গে দেখা করার। কিন্ত তার থেকেও বেশি প্রাপ্তি ঘটল তার। রাইমা পাল। দেবের সদ্য মুক্তিপ্রাপ্ত খাদান ছবিতেই তিনি পেয়েছেন ছোট একটি ভুমিকায় অভিনয়ের সুযোগ। এবং সরাসরি দেবের সঙ্গেই করেছেন অভিনয়। তাঁদের শহরের রাইমা খাদান ছবিটিতে অভিনয় করেছেন এই খবর চাউর হতেই খুশি বার্নপুরের মানুষ।
আরও পড়ুন-সাহেবদের মজানো পটল ওস্তাদের ছানাবড়ার আকর্ষণ অটুট
বার্নপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা আসানসোল গার্লস কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। রবিবার তিনি জানালেন, চার বছর বয়স থেকেই দেবের ফ্যান খাদানে তাঁর সঙ্গে অভিনয় করতে পেরে খুশি ও আপ্লুত। রাইমা বলেন, জামুরিয়ায় ছবির শুটিং হয়েছিল। সিনেমায় অত্যাচারিত এক নারীর ছোট্ট ভূমিকায় অভিনয় করেছেন। গত শুক্রবারই খাদান রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ করেছে।