প্রতিবেদন: বাংলাদেশে অরাজকতার মাত্রা এমন জায়গায় পৌঁছেছে যে ছিনতাইবাজদের ভয়ে রাজধানী ঢাকার রাস্তায় হাঁটাচলা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হওয়ার পর থেকেই আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সবচেয়ে অদ্ভুত ঘটনা, ছিনতাইবাজরা শুধুমাত্র টাকাপয়সা বা অন্যান্য জিনিসপত্র ছিনতাই করেই ক্ষান্ত হচ্ছে না, মানুষ খুন করতেও ইতস্তত করছে না তারা। ৫ অগাস্ট থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ছিনতাইবাজদের হাতে খুন হয়েছেন অন্তত ৭ জন।
আরও পড়ুন-নিজেদের যুদ্ধবিমানকেই গুলি করে নামিয়ে দিল মার্কিন সেনা
জখমও হয়েছেন অনেকে। পুলিশের তথ্যই বলছে, অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে ঢাকার ৫০ টি থানা এলাকায় শুধু ছিনতাইয়ের মামলা হয়েছে ৬৫টি। বেশিরভাগ ক্ষেত্রেই হামলার শিকার সংখ্যাগুরুরাই। ফলে গভীর অস্বস্তিতে তারা। ছিনতাইয়ে রাশ টানতে না পারায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে পুলিশের উপরে। অভিযোগের আঙুল উঠছে মহঃ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দিকেই।