মুখ্যমন্ত্রীর দাবি মানল রেল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই গঙ্গাসাগরমেলাকে (Gangasagar Mela) জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তা এখনও জানায়নি কেন্দ্র। এদিকে মুড়িগঙ্গার ওপর ব্রিজ তৈরিতেও কোনও সাহায্যই করছে না কেন্দ্রীয় সরকার। এটিও মুখ্যমন্ত্রীই তৈরি করার কথা জানিয়ে দিয়েছেন। তবে গঙ্গাসাগর মেলার সময় কেন্দ্রের কাছে বিশেষ ট্রেন চালানো পরিষেবার দাবি জানিয়েছিলেন তিনি। এবার সেই দাবিকেই মান্যতা দিল রেল। গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) ভিড় সামাল দিতে এবার বিশেষ ট্রেন পরিষেবায় রেলওয়ে প্রশাসন।
শিয়ালদহ ডিআরএম কনফারেন্স রুমে উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হয়, যেখানে মেলা চলাকালীন ব্যাপক জনসমাগম সামল দিতে এবং তীর্থযাত্রীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে করা হবে। ডিআরএম শিয়ালদহ জানিয়েছেন, রেলওয়ে প্রশাসন আসন্ন গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কী কী করা হবে?
* ১২-১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চলবে। এই বিশেষ ট্রেনগুলির তালিকা ও সময়সূচি আগেই জানানো হবে।
* স্টেশন, পার্শ্ববর্তী এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে।
* ভিড় সামলাতে রাস্তায় খালি রেক প্রস্তুত রাখা হবে।
আরও পড়ুন-বিজেপি দলিত-বিরোধী, বুঝিয়ে দিল আম্বেদকর-বিতর্ক
* শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলোতে মে আই হেল্প ইউ বুথ খোলা হবে।
* শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে।
* সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে।
* পর্যাপ্ত পানীয় জল সরবরাহ থাকবে।
* কাকদ্বীপে, নামখানায় ৫টি করে অতিরিক্ত টিকিট কাউন্টার খোল থাকবে। ২৪x৭ পরিষেবা প্রদানের জন্য অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে। মোবাইল ইউপিএসের (কাকদ্বীপে ১৫টি, নামখানায় ৫টি) ব্যবস্থা থাকবে।
* ট্রেন সূচক ব্যবস্থা এবং জনসাধারণের ঠিকানার পদ্ধতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে।
* মাইকের বিকল হলে পর্যাপ্ত লাউড হেইলার থাকবে।
* শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানায় চিকিৎসক-সহ চিকিৎসা দল মোতায়েন থাকবে।
* স্টেশন ম্যানেজাররা স্টাফদের সুষ্ঠু এবং যথাযথ উপস্থিতি নিশ্চিত করবেন। প্ল্যাটফর্ম এবং প্রবেশপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার বালতি এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হবে।
* শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে তীর্থযাত্রীদের ব্যবহারের জন্য টয়লেট থাকবে।
* সমস্ত স্পর্শকাতর স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা থাকবে।
* বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদহে ওভারহেড তার সমস্যার জন্য প্রস্তুত টাওয়ার ওয়াগন থাকবে।