প্রতিবেদন : দিল্লি পুলিশের অফিসার পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত এক অধ্যাপিকার ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কেরল পুলিশ রাজ্য পুলিশের সহায়তায় বিজেপির যুব নেতাকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লিঙ্কন বিশ্বাস। বাড়ি কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায়। ধৃত লিঙ্কন বিশ্বাস যুব মোর্চার কৃষ্ণগঞ্জের ৩ নম্বরের মণ্ডল সভাপতি। তার বিরুদ্ধে ৩১৬, ৩১৮(৪) বিএনএস প্রয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। লিঙ্কন বিশ্বাস নামে ওই বিজেপি নেতাকে এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হয়। এদিন তাকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে কেরল পুলিশ নিয়ে যায়। বছর তিরিশের এই যুবক বাইরে সরষের তেল, জ্যাকেট-সহ একাধিক ব্যবসা করলেও ভিতরে ভিতরে সে কোটি কোটি টাকার অনলাইন প্রতারণা করছিল। লিঙ্কন বিশ্বাসের অবস্থা বেশ কিছুদিনের মধ্যে ফুলে ফেঁপে উঠেছে। এখন সে দামি গাড়ি চড়ে বেরায়। কীভাবে এই অবস্থা হল, এনিয়ে এলাকার মানুষের কৌতূহল ছিল।
আরও পড়ুন-গাঁজার নেশাতেই বাবা-দাদাকে খুন সাহিত্যের ছাত্রের
জানা গিয়েছে, গত অক্টোবরে কেরলের অবসরপ্রাপ্ত এক অধ্যাপিকার সঙ্গে প্রতারণা করে। বিধবা এই অধ্যাপিকার নাম বেটি যোসেফ। তিনি পুলিশের কাছে লিঙ্কন বিশ্বাসের নামে অভিযোগ করেন। সেই অভিযোগে রয়েছে, লিঙ্কন বিশ্বাস তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তাতে ৪ কোটি ১১ লক্ষ টাকা প্রতারণা হয়েছে। তদন্তে নেমে তদন্তকারী অফিসারদের চোখ ছানাবড়া হয়েছে। উঠে আসছে বেটি যোসেফ নামে এক অবসরপ্রাপ্ত অধ্যাপিকার হোয়াটসঅ্যাপে যে ফোন নম্বর পাওয়া গিয়েছে বা আইএএমই পাওয়া যাচ্ছে তাতে দেখা গিয়েছে চিনের এক ব্যক্তির যোগ রয়েছে। যে ওয়াইফাই লাইন ব্যবহার করেছে তার আইপি নম্বর অ্যাড্রেস পাওয়া গিয়েছে। তাকে লোকেট করা হয়। দেখা হয় কোন সার্ভিস প্রোভাইডার আছে। তার থেকে নাম্বার বার করা হয়। উঠে এসেছে কম্বোডিয়ার একটি কোম্পানি ইন্টারনেট কানেকশনের যোগ। তার ডিটেইলস তথ্য সংগ্রহ করা হয়। এর থেকে তদন্তকারীরা আঁচ করছেন চিনের কোনও এক ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে। জানা গিয়েছে, কেরালিয়ান বেটি যোসেফকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়। একইসঙ্গে দীর্ঘ সময় ধরে মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ডের নম্বর বলে বিশ্বস্ততা অর্জন করে অভিযুক্ত বিজেপি নেতা লিঙ্কন। নিজেকে দিল্লি পুলিশের অফিসার পরিচয় দিয়ে তাঁকে ভয় দেখানো হয়। একইসঙ্গে বলা হয় আপনার অ্যাকাউন্ট থেকে হিউম্যান ট্র্যাফিকিং হয়েছে। তাই লেনদেনে প্রচুর টাকা এসেছে। তাতে বেটি যোসেফ ভয় পেয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে এই বিজেপি নেতার কয়েকটি অ্যাকাউন্টে টাকা জমা করে দেন৷ এখনও পর্যন্ত তদন্তকারীরা এই বিজেপি নেতার অ্যাকাউন্টে ৩৩ লক্ষ টাকার সন্ধান পেয়েছে। তারা খুঁজছে আরও অ্যাকাউন্টের হদিশ।
ওই অ্যাকাউন্টের মাধ্যমে তদন্তকারীদের কাছে লিঙ্কন বিশ্বাসের নাম উঠে আসে। রবিবার কেরল পুলিশের একটি টিম নদিয়ায় যায়। তারা কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করে লিঙ্কন বিশ্বাসকে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমীর বিশ্বাস বলেন, বিজেপির লোকজন সামনে একরকম দেখায়, পিছনে আর একরকমের। তাই যা হয়েছে এটাই ওদের কালচার। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি সুকান্ত বিশ্বাস বলেন, যে অভিযোগ উঠেছে তা ঠিক হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।