উদ্বোধনে স্পিকার, বিধানসভায় শুরু পুষ্প প্রদর্শনী

রাজ্য বিধানসভার বাৎসরিক পুষ্প প্রদর্শনী সোমবার থেকে শুরু হয়েছে। দুপুরে এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন।

Must read

প্রতিবেদন : রাজ্য বিধানসভার বাৎসরিক পুষ্প প্রদর্শনী সোমবার থেকে শুরু হয়েছে। দুপুরে এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই প্রদর্শনী রাজ্যের সবথেকে বড় পুষ্প প্রদর্শনী। সাত দশক আগে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এর সূচনা হয়। যুগোস্লাভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মার্শাল টিটো এর উদ্বোধন করেছিলেন।

আরও পড়ুন-বাবাসাহেবকে অপমান, দাবি অমিত শাহর পদত্যাগ, প্রতিবাদে উত্তাল বাংলা

উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, সুকুমার রায়, দেবাশিস কুমার, রাশিয়ান ভাইস কনসাল, কনসুলেট জেনারেল অফ রাশিয়ান ফেডারেশন ইন কলকাতা ও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ক্যালকাটা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

Latest article