সাত পাকে বাঁধা পড়লেন সিন্ধু

নিজেদের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা খুব বেশি বাড়াননি সিন্ধুরা। দুই পরিবারের আত্মীয় ও বন্ধু মিলিয়ে মোট ১৫০ জন ছিলেন আমন্ত্রিত।

Must read

উদয়পুর, ২৩ ডিসেম্বর : বিয়েটা শেষ পর্যন্ত সেরেই ফেললেন পিভি সিন্ধু। রবিবার রাজস্থানের উদয়পুরের প্রাসাদে বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার। নতুন ইনিংসের সূচনা হল সিন্ধুর জীবনে। গত ১৫ ডিসেম্বর বাগদান সেরেছিলেন সিন্ধু ও বেঙ্কট। ঠিক তার সাতদিন পরেই হল বিয়ে। উদয়পুরের ২১ একর জমির উপর অবস্থিত প্রাসাদে হল বিয়ের জমকালো অনুষ্ঠান। রীতি মেনে চারহাত এক হল দু’জনের। সিন্ধুর বিয়ে শেষ হয় রাত ১১.২০ মিনিটে। রাজস্থানী রীতি মেনে সাজানো হয়েছিল বিয়ের আসর। সিন্ধু ও বেঙ্কটের পরনে ছিল জমকালো ডিজাইনার পোশাক। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হয় বিয়ে।

আরও পড়ুন-বিপন্ন মাছ ধরা বিড়ালেরা

নিজেদের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা খুব বেশি বাড়াননি সিন্ধুরা। দুই পরিবারের আত্মীয় ও বন্ধু মিলিয়ে মোট ১৫০ জন ছিলেন আমন্ত্রিত। অতিথিদের থাকার জন্য ১০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল। কারা এসেছিলেন, সেটা স্পষ্ট না হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বিয়ের আসরে দেখা গিয়েছে। মঙ্গলবার হায়দরাবাদে হবে সিন্ধুদের বিয়ের রিসেপশন। সেখানে ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত থাকবেন।

Latest article