অক্টোবরের শুরু থেকে দিল্লিতে (Delhi) দূষণের (Pollution) মাত্রা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বোচ্চ পদক্ষেপ (জিআরএপি-৪) চালু করা হয়। ডিসেম্বরে দূষণের মাত্রা কিছুটা কমলে বিধি নিষেধ কিছুটা শিথিল করা হয়। ফের দিল্লিতে একিউআই ৪০০-র গণ্ডি ছাড়াল, যা রীতিমত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। একিউআই শূন্য থেকে ৫০ হলে তা ‘ভাল’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৫০০ ‘ভয়ানক’ বলে গণ্য করা হয়। একিউআই ৪০০ ছাড়িয়ে গেলে গ্র্যাপ-৩ চালু করা হয়। একিউআই ৪৫০ ছাড়ালে গ্র্যাপ-৪ চালু করা হয়।
আরও পড়ুন-আর জি করে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ নয় হাইকোর্টের
বছরের শেষে ঘন কুয়াশায় এবার ঢেকেছে দিল্লির কিছু অংশ। তার মধ্যেই দূষণের মাত্রা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টানা তিন দিন দিল্লিতে দূষণের মাত্রা রইল ভয়াবহ পর্যায়ে। হালকা বৃষ্টি হলেও দূষণের মাত্রা একটুও কমল না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লিতে একিউআই বা বাতাসের গুণমানের সূচক ছিল ৪০৬। মঙ্গলবার আকাশে মেঘ থাকলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দূষণের মাত্রা কমবে কি না, সেটা নিশ্চিত করা যাচ্ছে না। মঙ্গলবার রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।