রেশনে (Ration) কারচুপি রুখতে এবার শক্ত হাতে হাল ধরতে চায় খাদ্যদফতর। উপভোক্তাদের নাড়ি নক্ষত্র জানতে মোবাইল নম্বর নিতে উদ্যোগী দফতর। সম্প্রতি উপভোক্তাদের মোবাইল নম্বর নথিভুক্ত করতে চেয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনে আগের মতোই রেশন (Ration) গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নম্বর নথিভুক্ত না-থাকলে তা করতে হবে হবে গ্রাহকদের। অনেক রেশন গ্রাহকের মোবাইল নম্বর না-থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিসেম্বরের পর থেকে কী হবে, সেই ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি।
আরও পড়ুন- লজ্জার! বাংলাদেশে এবার মুক্তিযোদ্ধাকে জুতোর মালা
খাদ্য দফতর আরও জানিয়েছে, বিগত কিছুদিন ধরেই গ্রাহকদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তিকরণের ব্যবস্থা করেছে খাদ্য দফতর। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, মোট ২ কোটি ৯ লক্ষ পরিবার গ্রাহক হিসেবে থাকলেও ১ কোটি ৩২ লক্ষ পরিবার মোবাইল নম্বর নথিভুক্ত করেছে। এই কারণে রেশন কারচুপির সন্দেহ দানা বেঁধেছে দফতরের মনে। তাই স্বচ্ছতা আনতে এই ভাবনা নিয়েছে দফতর। জানা গিয়েছে, রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবে খাদ্য দফতর। কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তা জানানো হবে ওই নম্বরেই।