প্রতিবেদন : বান্দোয়ানের রাইকার জঙ্গলেই রয়েছে বাঘিনি জিনাত (Tigress Zeenat)! কিন্তু ৪৮ ঘণ্টা পরেও বনদফতরের বাগে আসেনি সে। তবুও দমছে না বনদফতর। বনকর্তারা জানিয়েছেন, মঙ্গলের রাতেও জিনাতকে ফাঁদে ফেলতে চলবে অভিযান। গত ২১ ডিসেম্বর ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে বাঘিনি জিনাত সফর শুরু করেছে। ঝাড়গ্রামের জঙ্গল থেকে সে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে ঢুকেছে রবিবার। তারপর থেকে সেখানেই রয়েছে বাঘিনি জিনাত। তার উপস্থিতির প্রমাণও মিলেছে স্থানীয় রাহামদা গ্রামে। গ্রাম-লাগোয়া জঙ্গলে মিলল একাধিক ছাগলের দেহ।
আরও পড়ুন- বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকছে জঙ্গি, আটক দালাল-সহ ১০০
সোমবার বাঘিনির (Tigress Zeenat) সন্ধানে দিনভর অভিযান চালিয়েছিল বনদফতর। পাতা হয়েছিল খাঁচা। তাতে ছিল হৃষ্টপুষ্ট ছাগলের টোপও। কিন্তু বাঘিনি জিনাত ফাঁদের পাশ দিয়ে গেলেও খাবারের দিকে ঘুরেও তাকায়নি। মঙ্গলবার তার খোঁজে জঙ্গলে আটটি ক্যামেরা পাতা হয়েছে। মোট ১৫টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। বনদফতরের এক কর্তা বলেন, বাঘিনির গলায় রেডিও কলার থাকলেও সে অধিকাংশ সময়ই থাকছে নেটওয়ার্ক স্যাডো জোনে। ফলে মাঝেমধ্যেই সিগন্যাল হারিয়ে যাচ্ছে। বাঘিনি এলাকার কোনও পাহাড়ি গুহায় রয়েছে বলে অনুমান। জঙ্গলে বুনো শুয়োর, হরিণ, বনবিড়াল রয়েছে। ফলে খাবারের অভাব হচ্ছে না। এলাকার মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার জানিয়েছেন, এই এলাকায় বাঘিনির সমস্যা হওয়ার কথা নয়। তবু তাকে ধরে পুরনো জঙ্গলে ফেরত পাঠাতেই হবে।