ক্যাথিড্রাল চার্চে ক্রিসমাস ইভের প্রার্থনায় মুখ্যমন্ত্রী

Must read

ক্রিসমাসে পার্ক স্ট্রিট থেকে বড় বাজার সেজে উঠেছে। কলকাতার প্রত্যেকটি গির্জায় যিশুর আবাহন। এর মাঝেই ক্রিসমাসের আগে সেন্ট পলস ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। এদিন প্রার্থনা শেষে ফাদারের আর্শীবাদও নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মোদিরাজ্যে ভাঙা হল আম্বেদকরের মূর্তি, নিন্দার ঝড়

প্রতি বছরই বড়দিন উপলক্ষে ক্যাথিড্রাল চার্চে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি বড় বাজারের ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় অংশ নিয়েছিলেন। কলকাতার আর্চবিশপ, মোস্ট রেভারেন্ড থমাস ডি’সুজার উপস্থিতিতে, তিনি সকলের স্বাস্থ্য, সুখ এবং মঙ্গল কামনা করেন।

প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে গির্জায় ক্রিসমাসের বিশেষ ক্যারলে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণে বাংলায় সমস্ত উৎসবকে গুরুত্ব দিয়ে পালনের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article