পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল

Must read

প্রতিবেদন : রাজ্যপাল নিয়োগেও বিজেপির কূটকচাল। বামপন্থী কেরলকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে রাজ্যপাল পদে নিয়োগ করা হল কট্টর আরএসএসপন্থী রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে। ছিলেন বিহারের রাজ্যপাল, ছিলেন হিমাচলেও। গোয়াতে ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে গেরুয়া শিবিরের অত্যন্ত বিশ্বাসের পাত্র। সেই আরলেকরকে এবার কেরলের মাথায় বসালেন মোদি। আর কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পাঠিয়ে দিলেন বিহারের রাজ্যপাল করে। মঙ্গলবার মোট ৫ রাজ্যে নিয়োগ করা হল নতুন রাজ্যপাল। সঙ্গে কিছু অদলবদলও। মণিপুরে রাজ্যপাল হলেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা। কেরল, বিহার এবং মণিপুর ছাড়া ওড়িশা, মিজোরামেও নতুন রাজ্যপাল নিয়োগ করা হয় এদিন। মিজোরামে রাজ্যপাল হলেন বিজয়কুমার সিং ও ওড়িশার নতুন রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতি।

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টের রায়: ধর্ষণ-অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা বাধ্যতামূলক

Latest article