কাজ়াখস্তানের আকতু শহর থেকে তিন কিলোমিটার দূরে আছড়ে পড়েছে আজ়ারবাইজান এয়ারলাইন্সের (Azerbaijani Airlines) ইআরজে-১৯০ বিমান। ওই বিমানে মোট ৬৭ জন ছিলেন। ৬২ জন যাত্রী এবং পাঁচ জন বিমানকর্মী ছিলেন। কাজ়াখস্তান প্রশাসন তরফে নিশ্চিত করা হয়েছে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে এদিনের দুর্ঘটনায়। তবে এর মধ্যেও কাজ়াখস্তানে ভেঙে পড়া বিমান থেকে ২৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দ্রুত তাদের বিমানবন্দরের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন-পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল
স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে আজ়ারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজ়নির উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমান। কিন্তু মাঝ আকাশে বিমানচালক জানতে পারেন গ্রজ়নিতে ঘন কুয়াশার ফলে বিমান অবতরণে সমস্যা হতে পারে। পরিস্থিতি সামাল দিতেই কাজ়াখস্তানের আকতুতে ওই বিমানের জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়। সংশ্লিষ্ট বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতিও চাওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান।
কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে বিমান ভেঙে পড়ার পর আগুন লেগে যায়। দমকলকর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর বিমানের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করা হয়। তিন জন শিশুও উদ্ধার হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, যে ২৭ জনকে দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছে, তাঁদের অবস্থা বেশ সঙ্কটজনক।