আরজি করের নির্যাতিতাকে সম্মান জানাতে ধর্মতলায় (Dharmatala) ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) নাম পরিবর্তন করে ‘অভয়া ক্রসিং’ রাখার অনুরোধ জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করলেন ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। আজ, বুধবার মুখ্যমন্ত্রীকে ইমেল করে এমনই দাবি জানান চিকিৎসকেরা। ইতিমধ্যেই গুগল ম্যাপে ডোরিনার নাম বদলের চেষ্টাও করা হয়। গুগল ম্যাপে ‘অভয়া ক্রসিং’ খুঁজলে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর উঠে আসছে।
আরও পড়ুন-হিমাচলে প্রবল তুষারপাতে মৃত ৪, বন্ধ ২২৩টি সড়ক
বুধবার ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন সংগঠনের সভাপতি কৌশিক চাকী, সচিব সঞ্জয় হোমচৌধুরী এবং সদস্য প্রমোদ রঞ্জন রায়। তারা জানান গত ৯ অগস্ট আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে নির্যাতিতার নাম হয়ে উঠেছে ‘অভয়া’। সব প্রতিবাদে এই নামটিই ব্যবহৃত হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয় কোথাও নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ করা যাবে না। ‘অভয়া’ শব্দের অর্থ নির্ভীক। তাই ডাক্তারদের সংগঠন মনে করছে নির্যাতিতার সম্মানে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে ‘অভয়া ক্রসিং’ রাখা হোক।
আরও পড়ুন-৪০ ঘণ্টা পরেও ৭০০ ফুট গভীর কুয়োয় আটকে ৩ বছরের শিশু
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এই ডোরিনা ক্রসিংয়ে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের অনশন-অবস্থান। ফের গত শুক্রবার থেকে সেখানে অবস্থানে বসেছেন ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ এবং ‘অভয়া মঞ্চ’-এর সদস্যেরা। ২৬ ডিসেম্বর রাত পর্যন্ত এই অবস্থান চলবে বলে তারা জানিয়েছেন। ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’-এর সদস্যরাও এই অবস্থানে যোগ দিয়েছে। উল্লেখ্য, আর জি করে ঘটনায় প্রথম থেকেই সংবেদনশীল ভূমিকা পালন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিনিয়ত রাজ্যের তরফে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি এবং প্রশাসনের তরফে নির্যাতিতার পরিবার ও প্রতিবাদী চিকিৎসকদের পাশে থেকেছেন।