দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক কেজরিওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র মাস দেড়েক সময়৷ ফেব্রুয়ারির যে কোনও সময় হতে পারে ৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র মাস দেড়েক সময়৷ ফেব্রুয়ারির যে কোনও সময় হতে পারে ৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট৷ তার আগে রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি যাতে আবার ক্ষমতায় না ফিরতে পারে, তা নিশ্চিত করার জন্য এবার নোংরা রাজনীতির খেলায় নেমেছে বিজেপি৷ দিল্লির মুখ্যমন্ত্রী অতিশিকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হতে পারে, বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টির যাবতীয় প্রস্তুতি ও রণকৌশল ভেস্তে দেওয়ার জন্যই বিজেপির তরফে এই ষড়যন্ত্র করা হচ্ছে, মুখ্যমন্ত্রী অতিশির পাশে বসেই এদিন দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো৷
কেজরির কথায়, পরিবহন বিভাগে কোনও একটি ভুয়ো মামলা তৈরি করা হচ্ছে অতিশিজির বিরুদ্ধে৷ এই মামলার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে অন্যায়ভাবে জেলবন্দি করার ষড়যন্ত্র হচ্ছে৷ একইরকমভাবে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী অতিশিও৷ তাঁর দাবি, তাঁকে হেনস্থা করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে বন্দি করা হলেও শেষ পর্যন্ত প্রকৃত ঘটনা সামনে আসবে। দিল্লির মহিলা মুখ্যমন্ত্রীর মন্তব্য, আমি ভয় পাচ্ছি না৷ শেষে সত্যই জয়ী হবে৷ আমাদের দলের প্রথম সারির নেতাদের আগেও মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, তাঁরা সবাই জেল থেকে বেরিয়ে এসেছেন৷ এবারও একই জিনিস হবে৷

আরও পড়ুন-ইডিকে ডিভাইস সংক্রান্ত নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, ফিউচার গেমিং মামলা

উল্লেখ্য, দিল্লি সরকার এবং আম আদমি পার্টির তরফে এর আগে মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়৷ একইসঙ্গে জানানো হয়েছে ৬০-উর্ধ্ব সব দিল্লিবাসীর বিনামূল্যে চিকিত্‍সার ব্যবস্থা করবে দিল্লি সরকার৷ বুধবার রাজধানীর বেশ কয়েকটি সংবাদপত্রে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দিল্লি সরকারেরই নাম করে, যেখানে এই সব প্রতিশ্রুতিকে মিথ্যে বলে দাবি করা হয়েছে৷ এমন অদ্ভুত ঘটনাকে বিজেপির কারসাজি ও ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি৷ এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি বলেন, বিজেপির নির্দেশে দিল্লি সরকারের যে সব আধিকারিকরা এই মিথ্যাচার করেছেন, তাদের বিরুদ্ধে আইনমাফিক পদক্ষেপ করা হবে৷ যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফে, তার সবকটিই আমরা অবিলম্বে পূর্ণ করব৷

Latest article