বড়দিনে পর্যটকদের ভিড় উপচে পড়ল মাইথন জলাধারে

বড়দিনে পশ্চিম বর্ধমানের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে সারা দিন পর্যটকদের ভিড় উপচে পড়ল

Must read

সংবাদদাতা, সালানপুর : বড়দিনে পশ্চিম বর্ধমানের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে সারা দিন পর্যটকদের ভিড় উপচে পড়ল। রাজ্যের বিভিন্ন প্রান্ত-সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও পিকনিক করতে আসেন পর্যটকরা। সবুজ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মাইথন জলাধারে নৌকাবিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। মাইথন থার্ডডাইক, সিদাবাড়ি সহ কাছেপিঠে প্রতিটি পিকনিক স্পটেই পর্যটকদের ভিড় দেখা গেল। আগত মানুষদের সুরক্ষার কথা ভেবে প্রতিটি পিকনিক স্পটেই পুলিশের তরফে কড়া নজরদারি জারি ছিল।

আরও পড়ুন-পাঞ্জাব দ্বৈরথে মোহনবাগানে চোট-কাঁটা

পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয় পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা। পিকনিকে এসে যাতে কারও কোনও অসুবিধা না হয় তার দিকে দেওয়া হয় বিশেষ নজর। সব মিলিয়ে বড়দিনে জমজমাট হয়ে উঠল
মাইথন জলাধার।

Latest article