আইআরসিটিসর ওয়েবসাইট অ্যাপ ‘ডাউন’, টিকিট বুকিংএ ভোগান্তি যাত্রীদের

দেশের সংযোগের ক্ষেত্রে রেল বেশ সহজলভ্য একটি মাধ্যম। স্বাভাবিকভাবেই এই ঘটনা অনেকের কাছেই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Must read

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসির (IRCTC) অ্যাপ ও ওয়েবসাইট আজ বৃহস্পতিবার সকালে আউটেজের মুখে পড়ে। দেশ জুড়ে আইআরসিটিসির অ্যাপ ও ওয়েবসাইট ডাউন হওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তি তুঙ্গে। টিকিট বুকিং এর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। দেশ জুড়ে এই সমস্যা দেখা গিয়েছে। ডিসেম্বরের শেষে ছুটির মরশুমে এই আউটেজের ফলে ব্যাপক প্রভাব পড়েছে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে। আইআরসিটিসির যাত্রীরা ভোগান্তির জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ২০০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে সকাল থেকে।

আরও পড়ুন-সরকারি কাজের অগ্রগতির তথ্য যাচাই করতে ৮ জন অফিসারের দল গঠন রাজ্যের অর্থ দফতরের

দেশের সংযোগের ক্ষেত্রে রেল বেশ সহজলভ্য একটি মাধ্যম। স্বাভাবিকভাবেই এই ঘটনা অনেকের কাছেই বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশে রেলওয়ে টিকিট বুকিং সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কতক্ষণের মধ্যে পরিস্থিতি ঠিক হবে সেই নিয়ে আইআরসিটিসির তরফে দুপুর ১২.৪৫ মিনিট পর্যন্ত কোন ব্যাখ্যা আসেনি। উল্লেখ্য, কিছুদিন আগেই আইআরসিটিসির প্ল্যাটফর্ম বিপত্তির মুখে পড়েছে। দেশের গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম রেলের এই অনলাইন মাধ্যমের কার্যকারিতা বারবার প্রশ্নের মুখে পড়ছে।

Latest article