প্রতিবেদন : বছরের শুরু থেকে শেষ। হাওড়া থেকে শিয়ালদহ, দুই সেকশনেই লোকাল ট্রেন যাত্রীদের ভোগান্তি অব্যাহত। শুক্রবারই শিয়ালদহ ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করেছিল রেল। এবার পালা হাওড়ার। শনিবার হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিনে মোট ৩০ জোড়া আপ ও ডাউন লোকাল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। কখনও ওভারহেড লাইনে কাজ, কখনও রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, আবার কখনও-বা সিগন্যালিংয়ের কাজ।
আরও পড়ুন-বছর শেষে সাহিত্য-যাপন
বিভিন্ন কারণে ট্রেন বাতিল করছে রেল। গত প্রায় বছর দু’য়েক ধরে এটাই রুটিন হয়ে দাঁড়িয়েছে। ফলে হয়রানির মুখে পড়ছেন যাত্রীরা। তারপরও উদাসীন রেল কর্তৃপক্ষ। এবার লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজের জন্য প্রায় ৩০ জোড়া লোকাল ট্রেন-সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। তবে এবার যাত্রীদের দুর্ভোগ এড়াতে উদ্যোগ নিয়েছে রেল। ওই সময়সীমার মধ্যে চালানো হবে চার জোড়া স্পেশ্যাল ট্রেন। শনিবার থেকেই এগুলি চালু হয়েছে। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধে আপ ও ডাউন লাইনে চলবে এই ট্রেনগুলি। তবে এতে হয়রানি কতটা কমবে তা নিয়ে সন্দেহ রয়েছে নিত্যযাত্রীদের।