পঞ্চায়েতের একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস ও উদ্বোধন করলেন মেয়র

এছাড়াও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের বাস্তবায়নে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগের কাজও চলছে। তবে এখনও পানীয় জল দেওয়া শুরু হয়নি।

Must read

সংবাদদাতা, সালানপুর: শনিবার সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস এবং উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। এর মধ্যে চারটি নতুন রাস্তা ও চারটি সাবমার্শিবল পাম্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। তিনি জানান, মানুষের এই রাস্তাগুলির জন্য চাহিদা ছিল। তাই তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রাস্তাগুলি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন-গান্ধীজির আসার দিন মনে রেখে আজও মেলা হয় এক্তারপুরে

এছাড়াও মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের বাস্তবায়নে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগের কাজও চলছে। তবে এখনও পানীয় জল দেওয়া শুরু হয়নি। তাই পানীয় জলের সমস্যা থেকে কিছুটা সুরাহা পেতে গ্রামে গ্রামে সাবমার্শিবল করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, বাসুদেবপুর জেমারি পঞ্চায়েত প্রধান অনিল ধীবর প্রমুখ।

Latest article