প্রতিবেদন: আইএসএলে রেফারিং নিয়ে ফেডারেশনের কাছে আবারও প্রতিবাদপত্র পাঠাল ইস্টবেঙ্গল (East Bengal)। হায়দরাবাদ ম্যাচে রেফারি রামদাসানের জোড়া সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে ক্লাব। বিশেষ করে দলের ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভাকে ভয়ঙ্কর ফাউল করা সত্ত্বেও হায়দরাবাদ এফসি-র গোলকিপার আর্শদীপ সিংকে রেফারির লাল কার্ড না দেখানোর সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।
আরও পড়ুন- প্রশাসনিক জনসভা থেকে পরিষেবা প্রদান, আজ সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী
এরিয়াল বল ক্লিয়ার করতে গিয়ে ক্লেটনের বুকে ও পেটে বিশ্রীভাবে আঘাত করেন আর্শদীপ। এই ধরনের বিপজ্জনক ফাউল জীবনহানি ঘটাতে পারে। অনেকেরই স্মৃতিতে উঠে আসে ২০ বছর আগে ফেড কাপ ফাইনালে তৎকালীন মোহনবাগান গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলার ক্রিশ্চিয়ানো জুনিয়রের মৃত্যুর ঘটনা। দুই প্রধানে খেলা প্রাক্তন ব্রাজিলীয় তারকা ডগলাস দি সিলভাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দিনের পর দিন আইএসএলের ম্যাচে নিম্নমানের রেফারিং হচ্ছে। বেশি ভুগছে কলকাতার তিন প্রধান। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘রেফারিং নিয়ে কত আর চিঠি দেব? তবু হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর রাতেই মেল করেছি ফেডারেশনকে। জানি, চিঠির পর চিঠি দিয়েও কোনও লাভ নেই। তবু আমাদের কাজ করছি।’’
প্রাক্তন ফিফা রেফারি চিত্ত দাস মজুমদার বললেন, ‘‘বক্সের মধ্যে বল ক্লিয়ার করে দেওয়ার পর যদি আঘাত করা হয় এবং ফাউল যদি বিপজ্জনক হয়, তাহলে ডেড বলেও লাল কার্ড এবং পেনাল্টি অবধারিত।’’ ফেডারেশনের কোনও হেলদোল নেই। ভার প্রযুক্তি চালু করা, রেফারিংয়ের মান উন্নয়ন, কোনও চেষ্টাই নেই কল্যাণ চৌবেদের। এদিকে, রবিবার শহরে ফেরার আগে হায়দরাবাদে বাংলা-সার্ভিসেস সন্তোষ ট্রফির সেমিফাইনাল মাঠে বসে দেখেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।