নতুন বছরেই বদলাচ্ছে স্টার থিয়েটারের নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

বদলে যাচ্ছে স্টার থিয়েটারের (Star Theatre) নাম। নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদল। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে এই প্রেক্ষাগৃহের। তিনি জানিয়েছেন, “মেয়রকে বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার হবে। মা বোনেদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত।”

আরও পড়ুন- দলনেত্রীর সফরের আগেই সন্দেশখালিতে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের!

১০০ বছরের বেশি সময় ধরে রমরমিয়ে নাট্যাভিনয় চলেছে স্টার থিয়েটারে (Star Theatre)। কলকাতার বুকে ২টি স্টার থিয়েটার ছিল। তবে হাতিবাগানে যে প্রেক্ষাগৃহটি নটি বিনোদিনীর স্টার নয়। সেই স্টার থিয়েটারের ঠিকানা ছিল—৬৮ নম্বর বিডন স্ট্রিট। বর্তমান সেন্ট্রাল অ্যাভিনিউ ও বিডন স্ট্রিটের উত্তরদিকের সংযোগস্থলে ছিল মঞ্চটি। মঞ্চটি সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরির সময় ভাঙা পড়ে।

১৮৮৩ সালে পথ বিডন স্ট্রিটে চলা শুরু হয় স্টার থিয়েটারের৷ পরে তা উঠে আসে বর্তমান বিধান সরণীতে৷ বর্তমানে বেসরকারি সংস্থার হাতে লিজ দেওয়া রয়েছে স্টার থিয়েটার৷

Latest article