সংবাদদাতা, কোচবিহার: উপপনির্বাচনে জিতেছিলেন ৯৩ হাজারেরেও বেশি ভোটে। দিনহাটায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি। সেই রেশ টেনেই এবার বিধায়ক উদয়ন গুহ কটাক্ষের সুরে বললেন, ‘আজকে বলতে পারি বিজেপি যদি দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে তাহলে বুঝতে হবে রাজনীতির আমি কিছু বুঝি না।’ সাংবাদিক বৈঠকে এ কথা বলে এককথায় বিজেপিকে ধুইয়ে দিলেন তিনি।
বাংলায় বিজেপি নিশ্চিহ্ন হচ্ছে। আগামী পুরসভা ভোটের আগে এ রাজ্যে বিজেপি বলে আর কিছু থাকবে না। ইতিমধ্যেই দিনহাটা বিধানসভার উপনির্বাচনে তার প্রমাণ মিলেছে। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আগামী দিনহাটা পুরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনকে পাশে বসিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দলের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ বলেন— ‘মমতা মডেল এখানে, অন্য কোনও মডেল নেই। এই মডেলকে দিনহাটা বিধানসভার উপনির্বাচনে সঠিক ভাবে প্রয়োগ করতে পেরেছি বলেই রেকর্ড ফলাফল হয়েছে। আগামী পুরসভা নির্বাচনেও তা প্রয়োগ করতে পারব।’