কিছুই যেন ঠিক হচ্ছে না, হতাশ রোহিত, অবসর জল্পনার মধ্যেই হিটম্যানকে খোঁচা অস্ট্রেলীয় মিডিয়ার

অধিনায়ক হিসাবে শেষ ৬টি টেস্টের চারটিতেই হার!

Must read

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর : অধিনায়ক হিসাবে শেষ ৬টি টেস্টের চারটিতেই হার! সিরিজের পাঁচ ইনিংসে মোট রান ৩১! সাংবাদিক বৈঠকে এসে বিধ্বস্ত রোহিত শর্মা স্বীকার করে নিলেন, কোনও কিছুই ঠিক হচ্ছে না। তিনি বলেন, ‘‘জানি, এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে। অতীত নিয়ে ভেবে লাভ নেই। শেষ কয়েকটি টেস্টের রেজাল্ট ভাল হয়নি। অধিনায়ক হিসাবে এটা আমার জন্য হতাশাজনক।’’ রোহিতের সংযোজন, ‘‘ব্যাটিংয়ের দিক থেকেও অনেক কিছু চেষ্টা করছি। কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানসিকভাবে এটা আমার জন্য অত্যন্ত বিরক্তিকর। যদি ক্রিজে গিয়ে কোনও কিছু করার চেষ্টা করেও ব্যর্থ হন, হতাশ হওয়া স্বাভাবিক।’’

আরও পড়ুন-গম্ভীর জমানায় মোটে ৩ টেস্টে জয়, লাল বলে আলাদা কোচের দাবি উঠল

তিনি বলেছেন, ‘‘দল হিসাবেও আমাদের অনেক কিছু ভাবতে হবে। একইভাবে ব্যক্তিগতভাবে ভাবতে হবে। একটা টেস্ট হাতে রয়েছে। সিডনিতে জিতলে, সিরিজ ড্র হবে। হাল ছাড়ছি না। সিডনিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’ পঞ্চম দিনে জেতার জন্য প্রয়োজন ছিল ৩৪০ রানের। রোহিতের দাবি, ড্র নয়, জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। তিনি বলেন, ‘‘নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছি। জানতাম ৩৪০ রান তাড়া করা কঠিন। একটা ভিত গডতে চেয়েছিলাম। প্রথম দুটো সেশনে হাতে উইকেট রেখে খেলতে চেয়েছিলাম। কিন্তু অস্ট্রেলীয় বোলাররা নতুন বলে খুব ভাল বল করেছে। আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য ভিত গড়তে পারিনি। ম্যাচ জেতার জন্য রাস্তা তৈরি করতে হয়। আমরা সেই কাজে ব্যর্থ হয়েছি।’’
দ্বিতীয় ইনিংসেও খারাপ শট খেলে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন ঋষভ পন্থ। রোহিতের বক্তব্য, ‘‘পন্থকে বুঝতে হবে, দল ওর কাছ থেকে কী চাইছে। ওর নিজেরই বোঝা উচিত, কোন পরিস্থিতিতে কীভাবে খেলবে।’’ তিনি বলেন, ‘‘এই আউট নিয়ে কথা হয়নি। আমরা প্রত্যেকেই হতাশ। তবে অতীতে পন্থ এভাবে খেলেই অনেক ম্যাচ জিতিয়েছে। তাই অনেক সময় মনে হয়, ওকে এভাবেই খেলতে দেওয়া উচিত। আবার ব্যর্থ হলে হতাশ লাগে। সমস্যাটা পন্থকেই বুঝতে হবে।’’

আরও পড়ুন-বর্ষবরণে শহর জুড়ে কড়া নিরাপত্তা

বক্সিং ডে টেস্টে শুভমন গিলের বাদ পড়া নিয়ে রোহিতের বক্তব্য, ‘‘টিম কম্বিনেশনের জন্য শুভমনকে বসতে হয়েছে। আমি এই নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। এই টেস্টে বোলিংয়ে জোর বাড়ানোর জন্য আমরা একজন অলরাউন্ডারকে খেলিয়েছি। যাতে ব্যাটিংয়ের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বিপক্ষের কুড়ি উইকেটও তোলা যায়।’’ নীতীশ রেড্ডির প্রশংসা করে রোহিত বলেছেন, ‘‘প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসেই জাত চিনিয়েছে নীতীশ। আশা করি, ভবিষ্যতে আরও ভাল খেলবে।’’

Latest article