পাহাড় থেকে সেনার গাড়ি খাদে পড়ে মৃত ৪ জওয়ান

পাহাড়ের মোড় ঘোরার সময় হঠাৎ করেই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও সেনা।

Must read

বান্দিপোরের সদর কুট পাভেন এলাকা দিয়ে যাওয়ার সময় একটি সেনা ট্রাক (Army truck) পাহাড় থেকে হড়কে, খাদে গড়িয়ে পড়ল। পাহাড়ের মোড় ঘোরার সময় হঠাৎ করেই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও সেনা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।
সেনার তরফে খবর, দুর্ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-নয়া কীর্তি! মহাকাশে বরবটি চাষে আরও একধাপ এগলো ISRO

নতুন বছরে এটা প্রথম সেনা ট্রাকের দুর্ঘটনা হলেও, গত ২৪ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা ট্রাক ৩৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। দুর্ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ৫ জন। ৪ নভেম্বর রাজৌরিতে একটি গাড়ি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনাতেও এক জওয়ানের মৃত্যু হয় এবং অপর একজন আহত হন।

Latest article