শনিবার দিল্লিতে ৩৮টি বিমান বাতিল, দেরিতে চলছে ১৭০টি

চণ্ডীগড়, শ্রীনগর, আগরা, অমৃতসর, লখনউ, হিন্দন এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

Must read

দু’দিন ধরে দিল্লি-সহ গোটা উত্তর ভারত (North India) কুয়াশার দাপটে একপ্রকার বিপর্যস্ত। স্বাভাবিকভাবেই এর ফলে বিমান পরিষেবাতে ব্যাপক প্রভাব পড়ছে। কুয়াশার কারণে বেশ কয়েকটি বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়েও পৌঁছেছে যে, বেশ কিছু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে কুয়াশার ফলে ৩৮টি বিমান বাতিল করতে হয়েছে। ১৭০টি বিমানের ওঠানামায় দেরি হয়েছে। ১৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবারেও কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে দুশোটিরও বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছিল। যাত্রীদের রীতিমত ভোগান্তির শিকার হতে হয়েছে।

চণ্ডীগড়, শ্রীনগর, আগরা, অমৃতসর, লখনউ, হিন্দন এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আগামী বেশ কয়েক দিন উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট থাকবে বলেই খবর। দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানায় কুয়াশার পরিমান বেশিই থাকবে। নামবে তাপমাত্রাও। এর ফলে উত্তর ভারতের বিমান এবং ট্রেন পরিষেবা ব্যহত হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে।

দিল্লিগামী ৫০টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চার ঘণ্টা দেরিতে চলছে। ১৪ ঘণ্টা দেরিতে চলছে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত কুয়াশার দাপট চলবে দিল্লিতে। এরপর ৬ জানুয়ারি বৃষ্টি হতে পারে।

 

Latest article