জোড়া খুনে যাবজ্জীবন সাজা

Must read

সংবাদদাতা, বারাসত : স্ত্রী ও মেয়েকে খুনের অভিযোগে সোমবার শেখর দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার শাস্তি শোনাল বারাসত আদালত (Barasat Court)। অভিযোগ, প্রথমে মেয়ে ও পরে স্ত্রীকে কাঠের মুগুর দিয়ে মেরে ঝুলিয়ে দেয় অভিযুক্ত শেখর। ২০১৮ সালের ১৮ মার্চ এই জোড়া খুনের ঘটনা ঘটে হাবড়া থানার মছলন্দপুরে। স্ত্রী মিঠু দেবনাথ ও মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে পূজা দেবনাথকে কাঠের মুগুর দিয়ে মাথায় মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় শেখর। স্ত্রী বাজারে গেলে প্রথমে মেয়ে পরে বাজার থেকে ফিরলে স্ত্রীকে মুগুর দিয়ে মেরে ও মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস লাগিয়ে খুন করে। হাবড়া থানার পুলিশ শেখরকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে। গত শনিবার ৩০২ ও ২০১ ধারায় বারাসত আদালত শেখর দেবনাথকে দোষী সাব্যস্ত করে।

আরও পড়ুন- একছাতার তলায় সব পরিষেবা, সেবাশ্রয় যেন গরিবের সঞ্জীবনী

Latest article