কৃষক-অসন্তোষই কেন্দ্রের গলার কাঁটা, প্রলেপ দিতে নতুন কী?

উল্লেখ্য, তিন বছর আগে কৃষক আন্দোলনের চাপে পিছু হটে প্রত্যাহার করা তিনটি কালা কৃষি আইন ফের ঘুরপথে লাগু করতে চাইছে মোদি সরকার।

Must read

প্রতিবেদন : মাস ফুরোলেই কেন্দ্রীয় বাজেট৷ লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে, অথচ সাধারণ বাজেটের মাধ্যমে বিগত এক দশকে মূল্যবৃদ্ধি সংক্রান্ত কোনও স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ এই আবহে এখন নতুন করে বিজেপির গলার কাঁটা হয়ে উঠেছে ফের দানা বাঁধা কৃষক আন্দোলন৷ আসন্ন সাধারণ বাজেটের মাধ্যমে কোন পথে কৃষক অসন্তোষে প্রলেপ লাগানো যাবে, আদৌ তাতে কাজ হবে কি না তারই উপায় খুঁজতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷

আরও পড়ুন-ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকেই বিয়ে করতে চাপ পুলিশের, যোগীর পদত্যাগ দাবি তৃণমূলের

উল্লেখ্য, তিন বছর আগে কৃষক আন্দোলনের চাপে পিছু হটে প্রত্যাহার করা তিনটি কালা কৃষি আইন ফের ঘুরপথে লাগু করতে চাইছে মোদি সরকার। এ নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ ওদিকে উত্পাাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্য সংক্রান্ত এমএসপি গ্যারান্টি আইন প্রণয়ন নিয়ে লাগাতার আন্দোলন শুরু করেছেন পাঞ্জাবের কৃষকরা৷ তাদের অভিযোগ, কৃষক আন্দোলন ভাঙতে এই আইন প্রণয়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি মোদি সরকার। নতুন করে কৃষক-অনশনের ধাক্কায় বেসামাল মোদি সরকার কোন পথে হাঁটবে বুঝতে পারছে না৷
কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের অনশন প্রসঙ্গ তুলে ধরে মোদি সরকারকে তুলোধোনা করেছে সুপ্রিম কোর্ট৷ এই পরিস্থিতিতে কৃষকদের অসন্তোষে প্রলেপ লাগানোর জন্য এবারের সাধারণ বাজেটে বেশ কিছু কসমেটিক সার্জারি করতে পারেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ। এমনই খবর সরকারি সূত্রে৷ কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ, কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি এবার কৃষিযন্ত্রের উপরে বড় ছাড়ের ঘোষণাও করতে পারেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী, দাবি সূত্রের৷ সরাসরি এমএসপি গ্যারান্টি আইন প্রণয়ন নিয়ে একটিও শব্দ খরচ না করে এবারের সাধারণ বাজেটে কয়েকটি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে পারেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন, এমন জল্পনা বাড়ছে। কৃষক অসন্তোষের তীব্রতা প্রশমনের জন্য মোদি সরকার এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের আওতায় বড় ঘোষণা করতে পারে, এমনও বলা হচ্ছে৷ তবে রাজনৈতিক মহলের একটা বড় অংশের দাবি, বাজেটে বড় বড় ঘোষণা করা হলেও শেষমেশ তার কতগুলি বাস্তবে প্রযোজ্য হবে, তা নিয়ে সন্দেহ৷

Latest article