নেই শীতের দাপট, কুয়াশায় বিঘ্ন ট্রেন-উড়ান পরিষেবায়

শিরশিরে ভাব অনুভূত হতে না হতেই পারদ চড়ল। আপাতত আর হাড়াকাঁপানো শীতের আমেজ থাকবে না, তেমনটাই মত আবহাওয়াবিদদের।

Must read

প্রতিবেদন : শহর জুড়ে শীত এসেছিল। কিন্তু স্থায়ী হল না। শিরশিরে ভাব অনুভূত হতে না হতেই পারদ চড়ল। আপাতত আর হাড়াকাঁপানো শীতের আমেজ থাকবে না, তেমনটাই মত আবহাওয়াবিদদের। মেঘলা আকাশের কারণেই পারা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। মূলত পশ্চিমী ঝঞ্ঝাই শীতের পথে বাধা। দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও।

আরও পড়ুন- কমসংখ্যক পড়ুয়ার স্কুলগুলিকে সংযুক্ত করা হবে, জানালেন ব্রাত্য

দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এদিকে ঘন কুয়াশার দাপটে ব্যাহত হয়েছে পরিবহণ পরিষেবা। সোমবার সকালে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ার কারণে তিনটি উড়ান কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি। পথ পরিবর্তন করা হয়েছিল সেগুলির। আরও ৩০টি বিমানের আসা এবং যাওয়ার সময়ে দেরি হয়েছে। হাওড়া স্টেশনে রেল চলাচল বিঘ্নিত হয়েছে ঘন কুয়াশার কারণে। প্রভাব পড়েছে সড়ক পথেও। জিটি রোড, আন্দুল রোড, বেনারস রোড, হাওড়া-আমতা রোড, কোনা এক্সপ্রেসওয়ে-সহ বহু রাস্তায় যানবাহনের গতি ছিল শ্লথ।

Latest article