বাবলা খুনে গ্রেফতার নন্দু! ধৃতের সংখ্যা বেড়ে ৭

Must read

বাবলা সরকার খুনকাণ্ডে (Babla Murder Case) গ্রেফতার ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু। তিনি তৃণমূল কংগ্রেস হিন্দিভাষী সেলের মালদহ জেলা সভাপতি ছিলেন। ২১ ঘণ্টা ম্যারাথন জেরার পর তৃণমূল কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-দুর্গম বক্সার সেরিংয়ের পাশে দাঁড়াল জেলা ক্রীড়া সংস্থা

মঙ্গলবার নরেন্দ্রনাথ নাথ তিওয়ারী তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি ও অখিলেশ তিওয়ারিকে জিজ্ঞাসা বাদের জন্য ইংরেজবাজার থানায় ডেকে পাঠায় পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে জেরা পর্ব শুরু হয়। টানা ২১ ঘণ্টা জেরার পর বুধবার সকালে নন্দুকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি স্বপন শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি ইংরেজবাজার শহরের ৫ নং ওয়ার্ডের পিরোজপুর এলাকায়। এই স্বপন শর্মা এক সময় মালদহের ত্রাস ছিলেন। ১৯৭০-৮০ সালে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তার নাম জড়িয়ে ছিল। গ্রেফতার হওয়া দু’জনই মালদহ শহরের পরিচিত মুখ। ধৃত দুই ব্যক্তির দাবি তারা বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ধৃতদের বুধবার মালদহ জেলা আদালতে তোলা হবে। বাবলা সরকার খুনকাণ্ডে এ নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। দু’জন এখনও পলাতক তাদের সন্ধানে চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার মূল্য।

Latest article