কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata banerjee)। এবারও সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের চাকরি দেওয়ার কথা বলেছিলেন। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata banerjee)।
সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছিল। শনিবার আইএফএ দফতরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা। আজ তাঁরা নিয়োগপত্র পেলেন। সঞ্জয় সেনের কোচিংয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে হারিয়েছিল সঞ্জয়ের দল। এই নিয়ে ৩৩বার ভারতসেরা হল বাংলা।
আরও পড়ুন- চাঙ্গা বাংলার অর্থনীতি, ১৩০০ কোটিতে পৌঁছবে ভূমি রাজস্ব আদায়
এদিন ধনধান্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। উপস্থিত ছিলেন দেব, জুন মালিয়ারা। ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হচ্ছে তাঁদের।