ঢাকায় শেখ হাসিনার (Sheikh Hasina) পাসপোর্ট বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ভিসা বাড়াল ভারত। অর্থাৎ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। গত ৫ অগাস্ট থেকে ভারতে রয়েছেন মুজিবকন্যা। তিনি নিরাপদেই রয়েছেন। তবে হাসিনাকে ফেরত চেয়েছে সেই দেশের অন্তর্বতীকালীন সরকার। এই প্রসঙ্গে এখনও জবাব দেয়নি ভারত।
আরও পড়ুন- কথা রেখেছেন মুখ্যমন্ত্রী, সন্তোষজয়ী ফুটবলাররা পেলেন সরকারি চাকরির নিয়োগপত্র
দেশে হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়েরের পাশাপাশি হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে নোট ভার্বাল পাঠায় ঢাকা। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহঅভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণের জন্য ভারতের উপর চাপ বাড়াতে মঙ্গলবার হাসিনার (Sheikh Hasina) পাসপোর্টও বাতিল করা হয়। তবে বাংলাদেশের এই কূটনৈতিক চালকে উড়িয়ে দিল নয়াদিল্লি।