১৭ উপাচার্য নিয়োগে ৩ সপ্তাহ সময়

Must read

প্রতিবেদন : রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে তিন সপ্তাহ সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের তরফে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি তিন সপ্তাহ সময় চান উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। তিনি বলেন, ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে, বাকি ১৭টা নিয়ে সামান্য মতপার্থক্য রয়েছে। এরপরই উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আদালতের তরফে তিন সপ্তাহ সময় দেওয়া হয় রাজ্যপালকে। সুপ্রিম কোর্ট (Supreme Court) চড়া সুরেই জানিয়েছে, রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের নির্দেশে দু’সপ্তাহের মধ্যে আচার্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা ছিল৷

আরও পড়ুন- বাংলায় সেরা বিশ্ববিদ্যালয়, উৎকর্ষ বাংলায় ১০ লক্ষ চাকরি: তরুণদের রাজ্যে ফিরে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

Latest article