সিগারেট কিনে আনতে নারাজ, বালকের মুখে গুলি চালাল দুষ্কৃতী

আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে ঘটে যাওয়া সম্ভব এমন অমানবিক কাণ্ড!

Must read

প্রতিবেদন: আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে ঘটে যাওয়া সম্ভব এমন অমানবিক কাণ্ড! স্থানীয় এক ব্যক্তির সিগারেট কিনে আনতে রাজি না হওয়ায় ৮ বছরের এক বালকের মুখে গুলি করল ওই ব্যক্তি। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বিজেপি-নীতীশের বিহারের মুঙ্গের জেলায়। যে মুঙ্গের গত ক’বছর ধরেই হয়ে উঠেছে বেআইনি অস্ত্র পাচারকারীদের স্বর্গরাজ্য। এতবড় অপরাধের পরেও এখনও পুলিশ গ্রেফতার করেনি অভিযুক্তকে। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দা আর সমালোচনার ঝড় উঠেছে বিহারজুড়ে। আমজনতা আঙুল তুলেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এই নীতীশ কুমারই কথায় কথায় জাহির করে থাকেন, তাঁর আমলে নাকি বিহারে গুণ্ডারাজ খতম হয়েছে। এই কি তার নমুনা?

আরও পড়ুন-যোগীরাজ্যে সাংবাদিক খুন অভিযুক্ত বিজেপি নেতা

ঠিক কী হয়েছিল ঘটনাটা? নৃশংসতার সাক্ষী মুঙ্গেরের ধরহারা থানা এলাকায় গোবিন্দপুর গ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটা জায়গায় আগুন পোহাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্র অংশু। ঠিক ওই সময়ই সেখানে আসে তারই পরিচিত এক স্থানীয় ব্যক্তি। কাছের একটা দোকান থেকে তারজন্য সিগারেট কিনে আনতে বলে ছোট্ট অংশুকে। ঘটনাচক্রে ওই ব্যক্তির নামও নীতীশ কুমার। কিন্তু সিগারেট কিনে আনতে রাজি হয়নি ছেলেটি। জানিয়ে দেয়, প্রচণ্ড ঠাণ্ডায় আগুনের তাপ ছেড়ে যেতে পারবে না। শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। আচমকাই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে ছেলেটির মুখে গুলি চালিয়ে দেয় সে। এবং নিমেষের মধ্যে চম্পট দেয়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশপাশের লোকজন। সম্বিত ফিরে এলে শুরু করে দেন চিৎকার-চেঁচামেচি। ছুটে আসেন অংশুর বাবা-মা। তখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ছোট্ট অংশুর মাথা ফুঁড়ে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মুঙ্গের হাসপাতালে।

আরও পড়ুন-রাজ্যপালের অনুমতি বাড়িতে উপাচার্য, অনিশ্চিত পরীক্ষা

চিকিৎসক অনুরাগ কুমার জানিয়েছেন, মাথায় একটি গুলি আটকে থাকায় অত্যন্ত সঙ্কটজনক অবস্থা অংশুর। চেষ্টা হচ্ছে গুলি বের করার। অংশুর বাবা রওশন কুমার জানিয়েছেন, বাড়িতে মিস্ত্রির কাজ চলছিল। সেই সময় বাইরে বন্ধুদের সঙ্গে বসে আগুন পোহাচ্ছিল অংশু। সেখানেই এমন ভয়ঙ্কর ঘটনা। এই হল বিজেপি-নীতীশ শাসিত বিহারের প্রশাসন। আতঙ্কিত আমজনতা।

Latest article