জলপাইগুড়ি: এ যেন আদি বিজেপি আর তৎকাল বিজেপির লড়াই। নির্বাচনে ভরাডুবির পর বিজেপির গোষ্ঠীকোন্দল এবার প্রকাশ্যে চলে এল। আর এই কোন্দলের জেরেই অচলাবস্থা তৈরি হল জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি- ২ গ্রাম পঞ্চায়েতে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন বিজেপিরই পঞ্চায়েত সদস্যরা।
আরও পড়ুন-৫০ লাখ টাকা ঘুষ : ভাইরাল জন বার্লার অডিও টেপ
খারিজা বেরুবাড়ি-২ এর মোট গ্রাম পঞ্চায়েতে সদস্য সংখ্যা ১০ জন। এর মধ্যে বিজেপির সাতজন। তৃণমূল, সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের একজন করে সদস্য রয়েছেন। সরকারি প্রকল্পের কাজের বিষয়ে পঞ্চায়েত সদস্যদের না জানানো, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল প্রধানের বিরুদ্ধে। আর তা নিয়েই পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রধানের বচসা হয়। প্রধান রেবতী রায় বলেন, ‘প্ররোচনায় পা দিয়ে তাঁর দলের সদস্যরা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা এনেছে।’
আরও পড়ুন-‘বাসবাড়ি’ চমকে দিচ্ছে যাত্রীদের!
এদিকে ইতিমধ্যেই বিডিও র কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন পঞ্চায়েত সদস্যরা। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ডালটন রায়ের অভিযোগ, নির্বাচিত বাকি সদস্যদের অন্ধকারে রেখে অগণতান্ত্রিক পদ্ধতিতে একক সিদ্ধান্তে কাজ করে চলেছেন প্রধান। হিম পাইপ কেলেঙ্কারি-সহ একাধিক দুর্নীতিতে প্রধান যুক্ত বলেও অভিযোগ করেন তিনি।