ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ল

বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের অজুহাতে তাঁকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার অনুরোধ জানায়

Must read

প্রতিবেদন: আওয়ামি লিগের সভানেত্রী ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। প্রতিহিংসাবশত হাসিনাকে হেনস্থা করতে তাঁর বিরুদ্ধে কয়েকশো ভুয়ো মামলা দায়ের করেছে ইউনুস প্রশাসন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে হাসিনাকে হস্তান্তরের দাবি জানাচ্ছে। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের অজুহাতে তাঁকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার অনুরোধ জানায়। গোয়েন্দা সূত্রে খবর, এই মুহূর্তে বাংলাদেশে ফিরলে প্রাণহানির আশঙ্কা রয়েছে হাসিনার। মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা বঙ্গবন্ধুর পরিণতি হতে পারে মুজিবকন্যারও।

আরও পড়ুন-ভোটদানের অধিকার খর্ব কীভাবে? যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন কল্যাণের

এই প্রেক্ষাপটে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা যাতে ভারতে অবস্থান করতে পারেন, সেই পথ সুগম করতেই সম্প্রতি তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তাঁকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে তাঁরা বলেন, শরণার্থী ও আশ্রয় দেওয়ার মতো বিষয়গুলি বিবেচনার ক্ষেত্রে ভারতে কোনও সুনির্দিষ্ট আইন নেই। প্রসঙ্গত তিব্বতি ধর্মগুরু দালাই লামা একইভাবে চিনের রোষ থেকে বাঁচতে কয়েক দশক ধরে ভারতে আছেন।

Latest article