প্রতিবেদন : এবার চিকিৎসকদের আমন্ত্রণে তাঁদের সম্মেলনে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ ফেব্রুয়ারি এই শহরের বুকেই ধনধান্য প্রেক্ষাগৃহে হবে মেগা সম্মেলন। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ-খবর জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। সংগঠনের চেয়ারম্যান ডাঃ সৌরভ দত্ত বলেন, জেলার সর্বস্তরের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন। মূলত চিকিৎসা ব্যবস্থা কীভাবে আরও উন্নত হবে সেই নিয়ে আলোচনা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী তাঁর মূল্যবান পরামর্শ দেবেন চিকিৎসকদের। ডাঃ সৌরভ দত্ত জানান, এই অনুষ্ঠানের থিমও ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেটি হল ‘চিকিৎসার অপর নাম সেবা’। পাশাপাশি চিকিৎসকদের যদি কোনও বিষয়ে সমস্যা বা অভাব-অভিযোগ থাকে তাহলে সেই বিষয়টিও তাঁরা সেদিনের আলোচনা সভায় তুলে ধরতে পারবেন।
আরও পড়ুন-যুগান্তকারী পদক্ষেপ, কলকাতায় ইলেকট্রনিক ফেরি ভেসেল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
চিকিৎসা পরিষেবা শুধু যে ব্যবসা হতে পারে না একথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। যে কারণে রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য তিনি তৈরি করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্প। যাতে উপকৃত হচ্ছেন কয়েক কোটি মানুষ। বেসরকারি হাসপাতালে চিকিৎসা সকলের সাধ্যের মধ্যে নেই। যত দিন যাচ্ছে হয়রানি ও খরচ বাড়ছে। এক শ্রেণির চিকিৎসক কীভাবে লুঠতরাজ চালান তার ভূরি ভূরি উদাহরণ রয়েছে। এমনকী বয়কটের ডাক দিয়েও এক শ্রেণির চিকিৎসক স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন। প্রতিনিয়ত দাম বাড়ছে ওষুধের। সব মিলিয়ে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসকদের কর্তব্য, বেসরকারি হাসপাতালের ভূমিকা এবং সরকারি হাসপাতালের অপরিহার্যতা সম্পর্কে আলোচনা হবে সম্মেলনে। ডাক্তারদের সমস্ত সংগঠনকেই এই সম্মেলনে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।