সংবাদদাতা, বারাসত : রাজ্যে জাল নথি তৈরি চক্রের জাল ক্রমশ গুটিয়ে আনছে পুলিশ। বৃহস্পতিবার ফের বারাসতে জাল নথি তৈরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। বুধবার সকালে বারাসত থানার পুলিশ জাল নথি তৈরির অভিযোগে সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ধৃত সমীরকে জেরা করেই আরও দুটি নাম উঠে আসে। তার ভিত্তিতে এদিন দুই অভিযুক্ত কৌশিক মণ্ডল ও চন্দন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। দু’জনকে এদিন বারাসত আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কৌশিক ও চন্দন দুজনেই বারাসতের বাসিন্দা।
আরও পড়ুন-শীতলকুচিতে তৃণমূলে যোগ ১৫০ পরিবারের
কৌশিকের পরিবার দাবি করেছে, কৌশিক ও তার বন্ধু বাপি মিলে অনলাইনে বিভিন্ন কাজ করত। তবে আধার কার্ড তৈরি করার বিষয়ে তাঁরা কিছু জানেন না বলেই দাবি কৌশিকের বাবার। বারাসত পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা সমীর তালুকদার জানান, অনলাইন ব্যবস্থা সাধারণ মানুষের সুবিধার্থে হলেও কিছু অসাধু ব্যক্তি এই সুযোগে অপরাধমূলক কাজকর্ম চালাচ্ছে। ফলে সাধারণ মানুষ সাইবার ক্যাফেতে যেতেও ভয় পাচ্ছে। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন এবং তদন্তের মাধ্যমে গোটা চক্র যাতে ধরা পড়ে তার জন্য আবেদন জানিয়েছেন। বারাসত থানা এর সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত আছে কিনা তা খুঁজতে তদন্ত চালাচ্ছে। এই বিষয়ে বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত জানান, এইদিন দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে জাল পাসপোর্ট-কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করা হল।