সিডনি, ৯ জানুয়ারি : প্রথমে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা। এরপর বর্ডার-গাভাসকর সিরিজও হাতছাড়া ভারতের। অধিনায়ক হিসেবে প্রবল সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। জল্পনা চলছে, হিটম্যান সম্ভবত দেশের হয়ে শেষ টেস্ট খেলে ফেলেছেন। রোহিত নিয়ে অবসর জল্পনা ওড়ালেও অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট মনে করছেন, জুনে ইংল্যান্ড সফরের দলে রোহিতের থাকা কঠিন। বরং চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভারতীয় ব্যাটার অবসর নিলে অবাক হবেন না।
একটি পডকাস্টে গিলক্রিস্ট বলেছেন, ‘‘আমার মনে হয়, রোহিত বাড়ি ফিরে নিজের কেরিয়ার নিয়ে ভাববে। প্রথমত, ওর দু’মাসের শিশু সন্তানের পরিচর্যায় মন দেবে। সেটা হয়তো ওকে ইংল্যান্ড সফরে যেতে উৎসাহিত করতে পারে। কিন্তু আমি রোহিতকে ইংল্যান্ডে দেখছি না।’’
আরও পড়ুন- আর জি কর কাণ্ডের চূড়ান্ত রায়ের দিন ঘোষণা আদালতের
টেস্ট দলের নেতা হিসেবে ব্যর্থ হওয়ার পর সাদা বলের ক্রিকেটে রোহিতের (Rohit Sharma) পারফরম্যান্সও এখন আতশকাঁচের নিচে থাকবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। নেতা রোহিতে আস্থা রেখেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা করতে চলেছে বোর্ড। গিলক্রিস্ট বলছেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা ফর্মের রোহিতকে পাওয়া কঠিন। সেটাই ওকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে বাধ্য করতে পারে।’’ টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে পারেন কে? গিলক্রিস্টের ভোট জসপ্রীত বুমরা ও বিরাট কোহলিতে। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মাথায় রেখে টেস্টে বুমরার কাঁধে পূর্ণ সময়ের দায়িত্ব নিয়ে সংশয় রয়েছে প্রাক্তন অস্ট্রেলীয় তারকার। গিলক্রিস্ট বলছেন, ‘‘অধিনায়ক হিসেবে বুমরার পক্ষে পূর্ণ সময়ের দায়িত্ব সামলানো বেশ চ্যালেঞ্জিং হবে। এই পরিস্থিতিতে বিরাট নেতৃত্ব পেলে আমি অবাক হব না।’’