মেলবোর্ন, ৯ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেন তাঁর প্রিয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। মেলবোর্ন পার্কের নীল কোর্টে রেকর্ড ১১তম খেতাব এবং ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য সামনে রেখে নামছেন নোভাক জকোভিচ (novak djokovic)। নতুন মিশনে সার্বিয়ান সুপারস্টারের সামনে বড় বাধা সেই কার্লোস আলকারেজ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের ড্র হয়ে গিয়েছে। সেখানে জকোভিচ ও আলকারেজ একই গ্রুপে পড়েছেন। দু’জনেই এগোলে দেখা হয়ে যাবে কোয়ার্টার ফাইনালেই। রবিবার থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা।
আরও পড়ুন- রোহিতকে ইংল্যান্ডে দেখছেন না গিলক্রিস্ট
২০২৪ একেবারেই ভাল যায়নি জকোভিচের (novak djokovic)। গত বছর একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারা সার্বিয়ান তারকার কাছে সুযোগ পয়মন্ত মেলবোর্ন পার্কে ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সর্বকালীন রেকর্ড গড়ার। প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষ নোভাকের। সামনে ওয়াইল্ড কার্ড পাওয়া ১৯ বছরের মার্কিন তরুণ নিসেশ বাসাভারেড্ডি। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন জানিক সিনার প্রতিযোগিতার শীর্ষবাছাই। শুরুতে সহজ প্রতিপক্ষ তাঁর। চিলির নিকোলাস জেরির বিরুদ্ধে প্রথম রাউন্ডে নামছেন ইতালীয় তারকা। তবে সেমিফাইনালে সিনারের সম্ভাব্য প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই রুশ তারকা আলেকজান্ডার জেভেরেভ।
মেয়েদের বিভাগে কঠিন ড্র পেয়েছেন শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হ্যাটট্রিকের সামনে থাকা বেলারুশের কন্যা প্রথম রাউন্ডেই মুখোমুখি প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সের। অন্যদিকে, ভারতের সুমিত নাগালের সামনে কঠিন চ্যালেঞ্জ শুরুতেই। প্রথম রাউন্ডে বিশ্বের ২৬ নম্বর টমাস মাশাকের বিরুদ্ধে পরীক্ষা সুমিতের।