প্রতিবেদন : বর্ডার-গাভাসকর সিরিজে ভারতের হারের পর কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) একহাত নিলেন মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন অধিনায়ক একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘গম্ভীর একজন ভণ্ড। ও মুখে যেটা বলে, সেটা কাজে করে না। এই ভারতীয় দলে বোলিং কোচের কোনও দরকার আছে কি? মর্নি মর্কেল লখনউ সুপারজায়ান্টস থেকে এসেছে। হেড কোচ যা বলবে, ও তাতেই সায় দেবে। ব্যাটিং কোচ অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্স থেকে এসেছে। নিজে ছড়ি ঘোরাবে বলেই গম্ভীর এদের ভারতীয় দলে এনেছে।’’
মনোজ আরও বলেছেন, ‘‘দলের অধিনায়কও মুম্বইয়ের, ব্যাটিং কোচও মুম্বইয়ের। রোহিত শর্মাকে সামনে রাখা হয়েছে সব সমস্যা সমাধানের জন্য।’’ গম্ভীরের নেতৃত্বাধীন আইপিএলজয়ী কেকেআর দলের অন্যতম সদস্য ছিলেন মনোজ। তাঁর তোপ, ‘‘গোটা দলের অবদান ছিল সেই জয়ে। জাক কালিস, সুনীল নারিন, আমি-সহ সবাই পারফর্ম করেছিল। কিন্তু কৃতিত্ব নিয়ে গিয়েছিল একা গম্ভীর।’’
আরও পড়ুন- অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫: মেলবোর্নে জকোর গ্রুপেই আলকারেজ
এই বিতর্কে গম্ভীরের (Gautam Gambhir) পাশে দাঁড়িয়েছেন কেকেআরের প্রাক্তন ও বর্তমান দুই ক্রিকেটার নীতীশ রানা ও হর্ষিত রানা। নীতীশের বক্তব্য, ‘‘সমালোচনা তথ্য-নির্ভর হওয়া উচিত। ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। গোতি ভাইয়া মোটেই ভণ্ড নন। পারফরম্যান্সই ওঁর হয়ে কথা বলছে।’’ অন্যদিকে, হর্ষিত বলেছেন, ‘‘গোতি ভাইয়া সব সময় সতীর্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কঠিন সময়ে পাশে থাকেন। ব্যক্তিগত খারাপ লাগা থেকে কারও সমালোচনা করা উচিত নয়।’’