প্রতিবেদন : ফুটবলে বাংলার সাফল্যের পাশে হতাশার ছবি ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের পর বিজয় হাজারে ট্রফির নক আউট পর্ব থেকেও বিদায় নিল বাংলা। গতবারের মতো এবারও নক আউটে হরিয়ানা কাঁটায় বিদ্ধ বঙ্গ ব্রিগেড। মহম্মদ শামির (Mohammed Shami) দাপুটে বোলিং সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি। বরোদায় প্রি-কোয়ার্টার ফাইনালে ৭২ রানে হার বাংলার। পড়ে রইল মরশুমে শেষ দু’টি রঞ্জি ম্যাচ।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে হরিয়ানাকে অল্প রানের মধ্যে আটকে রাখতে পারেনি বাংলা। শুরু থেকেই বঙ্গ বোলিংকে আক্রমণ করেন হরিয়ানার দুই ওপেনার। শামি ও মুকেশ কুমার ওপেনিং জুটি ভাঙলেও পার্থ বাটস (৬২) ও নিশান্ত সিন্ধুর (৬৪) চতুর্থ উইকেট জুটি হরিয়ানার স্কোর ৩০০-র কাছে পৌঁছে দেয়। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান করে তারা। এদিন ১০ ওভার পুরোদমে বল করেন শামি (Mohammed Shami)। ৩ উইকেট নেন তারকা পেসার। কিন্তু ৬১ রান দিয়ে ফেলেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে ফেরার জন্য যে তৈরি তিনি, বুঝিয়ে দেন শামি। মুকেশও এদিন ২ উইকেট নেন।
আরও পড়ুন- গম্ভীরকে ভণ্ড বলে একহাত মনোজের
রান তাড়া করতে গিয়ে অভিষেক (৫৭) ও সুদীপ ঘরামির (৩৬) ওপেনিং জুটিতে ৭০ রান তুলেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণও (১০)। মিডল অর্ডারেও কেউ সেভাবে রান পাননি। ব্যাট করতে গিয়ে পায়ে টান ধরায় উঠে যান সুদীপ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। কোচ লক্ষ্মীরতন শুক্লা হতাশ। বললেন, ‘‘এর থেকে বেশি মনে হয় প্রত্যাশা করা যায় না। টিমের প্রতি ছেলেদের আন্তরিকতা, দায়বদ্ধতার অভাব রয়েছে।’’