চট্টগ্রামের তিন মন্দিরে হামলা

Must read

প্রতিবেদন: আবার হামলা বাংলাদেশের হিন্দু মন্দিরে। এবারে চট্টগ্রামের (Chattogram) ৩টি মন্দিরে লুটপাট, হামলা চালাল মৌলবাদীরা। লুটপাট করা হল গয়নাগাটি এবং প্রচুর অঙ্কের প্রণামী। হামলাকারীরা মন্দিরের ক্যাশবাক্স আছাড় মেরে ভেঙে ফেলে। মন্দিরের আশপাশের হিন্দুদের বাড়িগুলিতেও ভাঙচুর চালায়। চৌধুরীহাট-ফতেয়াবাদে ৩টি মন্দিরে হামলা চালায় মৌলবাদীরা। লক্ষণীয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে লাগাতার নির্যাতন চললেও সবথেকে বেশি আঘাত আসছে চট্টগ্রামেই (Chattogram)। নির্বিকার ইউনুস এবং তাঁর অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারের পর থেকে হিন্দুদের উপর হামলার ঘটনা কয়েকগুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন- একদা অশান্ত ছোট আঙারিয়া এখন শান্তিপীঠ, বাংলার বাড়ি ৩৪ পরিবারকে

Latest article