ইউনুস উৎখাতের ডাক, দেওয়া হল ৪৮ ঘণ্টা সময়

Must read

প্রতিবেদন: ইউনুসের (Yunus) সামনেও এবারে হুমকির খাঁড়া। ৪৮ ঘণ্টা সময় দেওয়া হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। জনতার হুঁশিয়ারি, নয়া কর প্রত্যাহার করা না হলে ফেলে দেওয়া হবে তাঁর সরকার। ইউনুস এবং তাঁর সরকারকে উৎখাত করার জন্য আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ জাগ্রত জনতা। বুঝিয়ে দিয়েছে, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে যার ষড়যন্ত্রে, সেই ইউনুসের পরিণতিও হবে একইরকম। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মুহূর্তেই প্রমাণিত হচ্ছে ইউনুসের (Yunus) অযোগ্যতা, অপদার্থতা। লঙ্ঘিত হয়ে চলেছে মানবিক অধিকার। তার উপরে একের পর এক নতুন করের বোঝা চাপিয়ে চলেছে অন্তর্বর্তী সরকার। রেস্তোরাঁয় খাবারের বিলে চাপানো হয়েছে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট। ফলে ক্ষোভে ফেটে পড়েছে আমজনতা। এখানেই শেষ নয়, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও চাপানো হয়েছে ১৫ শতাংশ ভ্যাট। দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। শিল্পক্ষেত্রে গ্যাসের দামও আড়াই গুণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ইউনুসের সরকার। এমনিতেই আনাজপাতি এবং অন্যান্য জিনিসপত্রের দাম ইউনুসের জমানায় হয়ে উঠেছে আকাশছোঁয়া। সংসার চালানোই দায়। তার উপরে ভ্যাটের বোঝা। ইউনুসের বিরুদ্ধে রাগে ফুঁসছে বাংলাদেশের সাধারণ মানুষ।

আরও পড়ুন- চট্টগ্রামের তিন মন্দিরে হামলা

Latest article