প্রতিবেদন: বছরের শুরুতেই পতন অব্যাহত টাকার (Indian rupee)। ডলারের নিরিখে সর্বকালের সর্বনিম্ন হয়েছে টাকার মূল্য। বৃহস্পতিবার সকালে মার্কিন ডলারের বিপরীতে ৮৫.৯২-এ পৌঁছে সর্বকালের রেকর্ড পতনে পৌঁছেছে ভারতীয় টাকা। এই নিয়ে এটি টানা তৃতীয়দিনের পতন। এর আগে, বুধবার টাকার মান ১৭ পয়সা কমে ডলারের বিপরীতে ৮৫.৯১ টাকায় বন্ধ হয়েছিল। গত কয়েক মাস ধরে টাকার মান অব্যাহতভাবে কমছে এবং এটি ধীরে ধীরে ডলারের বিপরীতে ৮৬ টাকার দিকে অগ্রসর হচ্ছে। দুই মাস আগে, ২০২৪ সালের নভেম্বর মাসে টাকার মান ডলারের নিরিখে ৮৪.৫০ টাকায় নেমে গিয়েছিল। ১০ বছরের মার্কিন বন্ডের মুনাফা হারও ৪.৬৬ শতাংশে উঁচুতে ছিল। কারণ বিশ্বের বৃহত্তম অর্থনীতির উন্নত প্রবৃদ্ধির প্রত্যাশার কারণে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর বিষয়ে দেরি করবে বলে ধারণা করা হচ্ছে। ডলার সূচকও ১০৮.৮০-তে উঁচু অবস্থানে ছিল। টাকার এই ক্রমাগত পতনের চিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের ব্যর্থতার ইঙ্গিত দেয়। অথচ এই মোদিই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের শাসনকালে টাকার পতন সম্পর্কে ইউপিএ জমানার সমালোচনায় মুখর হয়েছিলেন। ২০১৩ সালের ২০ অগাস্ট একটি অনুষ্ঠানে মোদি মন্তব্য করেছিলেন, টাকা এখন হাসপাতালে এবং আইসিইউতে ভর্তি। যে গতিতে রুপি পড়ছে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। রুপি (Indian rupee) পড়তে থাকলে বিশ্বশক্তিগুলি এর পূর্ণ সুযোগ নেয়। সরকার তা থামাতে ব্যর্থ। সেদিন ডলারের বিনিময়ে টাকার মূল্য ছিল ৬৩ টাকা ৩০ পয়সা। বিরোধীদের কটাক্ষ, এখন সর্বকালের সর্বনিম্ন টাকার পতন নিয়ে কী বলবেন মোদি?
আরও পড়ুন- ইউনুস উৎখাতের ডাক, দেওয়া হল ৪৮ ঘণ্টা সময়