চাপ সামলাতে নাজেহাল কর্মীরা! পরপর ২ দিন দেশজুড়ে ব্যঙ্ক ধর্মঘট

Must read

দেশের ব্যাঙ্কিং পরিষেবার চাপ সামলাতে নাজেহাল কর্মী ও আধিকারিকরা। কর্মী নিয়োগের অভাবে পরিষেবা ব্যাহত হওয়া এবং অতিরিক্ত কাজের চাপের ফলে শারীরিক ও মানসিক অসুস্থতার শিকার হচ্ছেন বহু কর্মী। এই জেরেই ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। ব্যাঙ্ক আধিকারিকদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে।

আরও পড়ুন- সর্বকালের সর্বনিম্ন রেকর্ড, আবার গড়ল ভারতীয় টাকা

২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্ক বন্ধের দিন। ২৩ ফেব্রুয়ারি রবিবার। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। এইদিন পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ছুটি নেই। তবে বেশিরভাগ রাজ্যে ওইদিন ছুটি থাকে। তাই সেসব রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ (Bank Strike) থাকবে পরপর পাঁচদিন! এই দীর্ঘ সময়ে এটিএম পরিষেবাও ব্যাহত হবে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের একাধিক দাবি রয়েছে। তার মধ্যে প্রথম শূন্যপদগুলির পূরণ দ্বিতীয় সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত। পাশাপাশি কেন্দ্র যে পদক্ষেপগুলি করছে, তার কয়েকটি শ্রমিক-স্বার্থ-বিরোধী। ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে নাক গলাচ্ছে অর্থমন্ত্রক। যা নিয়মবিরুদ্ধ।

Latest article