ফের কলকাতার (Burrabazar bus accident) রাস্তায় বেপরোয়া বাসের দৌরাত্ম্য। প্রাণ গেল এক মহিলার। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়বাজারের কলাকার স্ট্রিটে। জখম হয়েছেন আরও তিনজন।
পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস তখনই মহাত্মা গান্ধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থলে বাসটির ব্রেক ফেল করে। ব্রেক কাজ না করার কারণে বাসটি রাস্তায় বেঁকে গিয়ে ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারে এবং সেখানে হাঁটছিলেন চার পথচারী। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। আহত ৩। ঘটনাস্থলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন- চাপ সামলাতে নাজেহাল কর্মীরা! পরপর ২ দিন দেশজুড়ে ব্যঙ্ক ধর্মঘট
ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় ওই এলাকায় (Burrabazar bus accident) বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নতুন ছিল, তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তৎপরতায় চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে।